December 1, 2023, 11:54 pm
কক্সবাজার টেকনাফ প্রতিনিধি
মেজর সিনহা ট্র্যাজেডিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের বেকায়দায় পড়ে যাওয়ার মোক্ষম সুযোগটিকে কাজে লাগিয়ে টেকনাফে আবারো বাড়ছে ইয়াবা ব্যবসায়ীদের উপদ্রব। বাড়ছে পাড়া মহল্লায় ডাকাতি, চুরিচামারি। গ্রুপে উপগ্রুপে বিভক্ত হয়ে চলছে শক্তি প্রদর্শনের মহড়া।
যাঁরা অতিমাত্রায় ওসি প্রদীপের কীর্তিকাহিনী নিয়ে এখন ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করছি প্রদীপনামার পাশাপাশি টেকনাফে আবারো ব্যাঙের ছাতার মতো গজে ওঠা উপর্যুক্ত বিষয়াদি নিয়ে লিখে প্রশাসনের নজরে আনুন। প্লিজ টেকনাফটাকে খাদের কিনারা থেকে তুলে আনতে সকলে সচেষ্ট হোন।