October 2, 2023, 5:24 am
মোঃ আববাস আলী , ঝিনাইদহ সদরের নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের মনোজ বিশ্বাসের ছেলে তপু বিশ্বাস। ভিন্ন ধর্মী ৯ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে সে।
তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, তপু নামের ছেলেটা লম্পট ধরণের সে প্রায়ই নাবালিকা মেয়েদের উত্যক্ত করতো।যার কারণে ইতিপূর্বে পারিবারিক ও স্থানীয় ভাবে তপুকে নিয়ে অনেকবার বিচার শালিশের মাধ্যমে এই সব সমস্যার সমাধান করা হয়ে থাকলেও সেপথ থেকে সরে আসেনি তপু।
কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের খাইরুল ইসলামের মেয়ে মারিয়া(১৬)। সে সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। মেয়েকে না পেয়ে বাবা গত ২৫ আগষ্ট কালীগঞ্জ থানাতে ২৬/৮(১২৫৩) জিডি করে থাকেন এবং উল্যেখ করেন,আমার নাবালিকা কন্যা ১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কোলা রাস্তার মুসলিম বেকারীর পাশ থেকে আগামীগন মাইক্রোযোগো আমার মেয়েকে তুলে নিয়ে যায়। তিনি আরো সন্দেহ করেন আমার মেয়েকে ভারতে পাচার করে দিতেও পারে।
বিষয়টি স্থানীয় প্রতিনিধি ও পারিবারিক ভাবে উঠাবসাকে গুরুত্ব দিয়ে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলেও সেটাকে তোয়াক্কা না করে বাড়ির সকলে মিলে গা ঢাকা দিয়েছে তপুর পরিবার। তপুর বাবা মনোজ বিশ্বাসের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও সম্ভব হয়নি।
এ বিষয়কে কেন্দ্র করে মেয়ের বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানাতে নারী ও শিশু নির্যাতন আইনে ০১/৯ নং মামলা দায়ের করেছেন।