December 1, 2023, 11:40 pm
পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধিঃজীবনঃ পার্বতীপুর পৌর ৪নং ওর্য়াড পার্বতীপুর মডেল থানার সামনে নিয়ামতপুর এলাকায় অনেক ডাস্টবিন এর ময়লা পরিস্কার করা হয়নি। এতে নানা সমস্যার মধ্যে পড়েছে এলাকাবাসি
নানা প্রকার রোগ জীবাণু ছড়াছে এতে হুমকির মুখে পড়েছে এলাকাবাসি দেখার কেও নেই ওর্য়াড সবকটি ডাস্টবিন এর একই অবস্থা এতে এলাকাবাসি নানা বিপদে পড়তে পাড়ে তাই এর সংস্কার করার জন্য দাবী জানিয়েছেন আবার পার্বতীপুর মহিলা কলেজ এর সামনের রাস্তার নেই সংস্কার শিক্ষার্থীদের কলেজে আসার অনেক সমস্যা এতে নানা ধনের বিপদে কলেজের সবাই তাই পার্বতীপুর পৌরসভার ৪নং ওর্য়াড তাড়াতাড়ি ডাসবিন ও রাস্তায় সংস্কার দাবী জানিয়েছেন এলাকাবাসী