October 1, 2023, 2:35 pm
ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সরকারি ঔষধ পাচ্ছে না রোগীরা তাহলে ঔষধ যাচ্ছে কোথায়?
সরকারি ৪৮ পাতা ঔষধ ও একটি মলম নিয়ে যাচ্ছে তৃপ্তি রায় নার্সের বাসায়।
গত রবি বার দুপুর ১.৩০ মিনিটের সময় তৃপ্তি রায় নার্সের বাসার সামনে থেকে দেখে ফুটেজ নেয়া হয় তাকে প্রশ্ন কালে বলে কিছু নেই পরে বলে আত্নীয় অসুস্হ্য এবং হাসপাতালের দিকে ছুটে যায়। ঔষধ স্টোর রুমে এবং হাসপাতালের টি এস তপতি চৌধুরী কে জানালে তিনি বলেন সরকারি ঔষধ চুরির ঘটনায় তৃপ্তি রায় এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্হা নেয়া হবে
মোঃ মিজানুর রহমান
স্টাফ রির্পোটার -ভোলা