December 1, 2023, 2:05 pm
মো:নূর আলম দূর্গাপুর উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৮ দফা দাবিতে সারাদেশের মত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে দুর্গাপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা সংসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা সংসদের সভাপতি আলমগীর হোসেন এঁর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এবং নেত্রকোনা জেলা সংসদ এঁর সহ সভাপতি শাহান আলী
উপজেলা ছাত্র ইউনিয়ন এর সহ সভাপতি মাসুদ রানা উপজেলা সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম । ছাত্র সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা বর্তমান কাস্তে মার্কার মেয়র পদ পার্থী,কমরেড শামছুল আলম খান,
সিপিবি উপজেলা কমিটির অন্যতম নেতা।, সাবেক ছাত্র নেতা, নেত্রকোনা জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও দুর্গাপুর কৃষক সমিতির সাধারণ সম্পাদক এবং দুর্গাপুর সিপিবি যুগ্ন সম্পাদক কমরেড মোর্শেদ আলম।উপজেলা যুব-ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম।
সাবেক ছাত্র নেতা বর্তমান কাস্তে মার্কার মেয়র পদ পার্থী মোঃ শামছুল আলম খান বলেন অতিদ্রুত শিক্ষার সামগ্রিক সংকট নিরসন/ এসায়েনম্যান্ট নামক হয়রানি, বন্ধ সহ ছাত্র ইউনিয়নের ৮ দফা দাবি মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার রোড মার্চ ঘোষণা করতে হবে৷ ছাত্র ইউনিয়নের ৮ দফা দাবি গুলো হলোঃ
১.করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ফি মওকুফ করো। এসাইনমেন্টের নামে বিভিন্ন স্কুলে আদায়কৃত ফি ফেরত দাও।
২.নামে বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো।
৩.বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার রোড ম্যাপ ঘোষণা করো।
৪.সেশনজট রোধে দ্রুত এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ কর।
৫.পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধ কর৷
৬.শিক্ষা প্রতিষ্ঠানে আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করে পরিক্ষা নাও, অ-ছাত্র-সন্ত্রাসীদের হল থেকে বিতাড়িত কর।
৭.সকল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক কোর্স বন্ধ করো।
৮.অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের বিনামূল্যে ভ্যাক্সিন দিতে হবে।