December 1, 2023, 1:40 pm
মোঃরুমন হোসেন
দৈনিক সকলের বার্তা:
এলাকার যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ প্রজন্মের দাবী আগামী নির্বাচনে ৮নংপিয়ারপুর ইউনিয়নে নতুন মুখ ও তরুণ নেতৃত্ব দেখতে চাই। ৮নংপিয়ারপুর ইউনিয়নে নতুন ভোটার, শিক্ষিত যুব সমাজ,কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রী সহ সকল শ্রেণীর আপামর জনগণের সবচেয়ে আস্হা ও ভালোবাসার মানুষ হলেন, মোঃ সোহেল রানা (বুলবুল) এবার নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবী বুলবুল ভাই কে নৌকার মাঝি করা হোক। নির্বাচনী আলোচনায় হাটে বাজারে চায়ের দোকানে সব খানেই সোহেল রানা বুলবুল ভাইরের নাম মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে।