December 1, 2023, 10:54 pm
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর দর্শণ,সমবায় উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ৪৯ তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপন করা হয়।
শনিবার (০৭ নভেম্বর) বিকেল ৪টায় ”বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা নবনির্মিত হলরুমে নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম,পি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান,উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান,জেলা আওয়ামীলীগের নেতা শাহ কুতুব চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান ও উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুর প্রমুখ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ, সেই সাথে দলীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ।আর আগে ফুলপুর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসেন মহিলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন,পরে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।সমবায় র্যালীতে অংশগ্রহণ করেন।
তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে তারাকান্দা উপজেলায় সমবায় দিবসের র্যালী ও আলোচনা সভায় মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার সহ বিভিন্ন সমবায়ী সংগঠন ও আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ তারাকান্দা উপজেলার বণিক সমিতির সভাপতি নূরুজ্জামান সরকার বকুল মাস্টার ও ফুলপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা হাকিম কমান্ডারের হাতে শ্রেষ্ঠ সংগঠন ও সভাপতির পুরস্কার ও সনদপত্র তুলে দেন।