October 2, 2023, 4:37 am
মোঃরুমন হোসেন
দৈনিক সকলের বার্তা
৪৮ ঘণ্টার মধ্যে মহাসড়কের দুইপাশ খালি করার নির্দেশ দিয়েছেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
নিয়ম না মানা যেন মানুষের অসুখে পরিনিত হয়েছে। দিনেদিনে হ্রাস পাচ্ছে সচেতনতা। কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েই যাচ্ছে মানুষ। ফলে একদিকে যেমন নিজে নানান প্রতিকুলতার সম্মুখীন হচ্ছে, তেমনি অপরকেউ ফেলছেন বিপাকে।
ফলে দুর্ঘটনা সহ নানান প্রতিকুলতা এড়াতে কুষ্টিয়া টু রাজবাড়ী সড়কস্থ কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুইপাশে রাখা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের জিনিসপত্র, হার্ডওয়ারের যন্ত্রাংশ, মোটর গ্যারেজের যন্ত্রপাতি, খড়ের গাঁদা, টিনের বাক্স, কাঠের গাঁদি, নির্ধারিত স্থানের বাইরে রাখা অটোভ্যান, রিক্সা, সিএনজি, বাস, ট্রাকসহ নানান সামগ্রী দুই দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
মঙ্গলবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা অভিযানে উপরোক্ত কাজে জড়িতদের এনির্দেশ দেন তিনি।
ইউএনও রাজীবুল ইসলাম খান বলেন, মহাসড়কের জায়গা কারো বেদখলে থাকবেনা।দুর্ঘটনা প্রতিরোধে সড়কের দুইপাশের নির্ধারিত জায়গা খালি রাখতে হবে।আগামী দুইদিনের মধ্যে সকল সামগ্রী নিজনিজ দায়িত্ববে সরাতে হবে।নয়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।