October 2, 2023, 3:54 am
মনিরুজ্জামান স্টাফ রিপোর্টার যশোর –
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। তাই এই মাসে পালিত হয় জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে দুই নম্বর লেবুতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শওকত আলীর উদ্যোগে ৩১/০৮/২০২০ইং তারিখে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শওকত আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহারুল ইসলাম। এখানে শাহারুল ইসলাম প্রধান অতিথির দায়িত্ব পালন করেন এবং তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং তার রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ নং লেবুতলা ইউনিয়নের আওয়ামী লীগের অন্যতম নেতা এবং মানুষের চোখের মনি, শহীদুল ইসলাম শহীদ। লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রবিউল ইসলাম রবি, লেবুতলা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি তৌহিদুল ইসলাম তৌহিদ, ১ নং ওয়ার্ডের মেম্বার আসা ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ শওকত আলী,নন্দ ঘোষ, লেবুতলা গ্রামের প্রদীপ ঘোষ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।