October 2, 2023, 5:14 am
(শাহীন সাজু) স্টাফ রিপোর্টারঃ-
অাসন্ন বুড়ইল ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড এর ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ৬নং ওয়ার্ড কে আধুনিকায়ন, রাস্তা-ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ, পরিস্কার-পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিতে চাই। শুধু তাই নয় আমি নির্বাচিত হলে আমি আমার ৬নং ওয়ার্ড কে ডিজিটাল ওয়ার্ড হিসেবে উপহার দিতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব্য নেম্বার পদে নির্বাচিত হতে সকলের সহযোগীতা দোয়া ও ভোট চেয়েছেন অাসন্ন বুড়ইল ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমান(খোকা)। তিনি মুরব্বি ও যুবকদের সাথে নিয়ে তার নির্বাচনী এলাকা (দাসগ্রাম বাজারে ) ৬নং ওয়ার্ড গণসংযোগ করে এসব প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন প্রভাত চন্দ্র, জিয়াউল রহমান, তাইরে অালী, অালী, অাব্বাস অালী, ইব্রাহীম, মানিক,কামাল,দিলীপ , (প্রমুখ)।