October 2, 2023, 5:45 am
মোঃ বি এ বেলাল,
কবির হাট উপজেলা প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চুলডগি গ্রামে ধর্ষণের অভিযোগে মামলা করাতে, ধর্ষিতার বাবাকে মেরে অজ্ঞান করে পানিতে ফেলে দেয় সন্ত্রাসীরা। ধর্ষিতার বাবা এখন মৃত্যুশয্যা অবস্থায় নোয়াখালী সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
গত ২মাস আগের কাহিনি এখনো এলাকার মেম্বার, চেয়ারম্যান সমাধান করতে পারেনি। আশাকরি খুব দ্রুত এগুলোর সমাধান করবেন।
নোটঃ
নোয়াখালী সদর উপজেলার ৯ নং কালাদরাপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চুলডগি গ্রামে গত ২৮ জুলাই কাসেম মুহুরির মুরগির ফার্মে পাশে ছিদ্দিক উল্ল্যার বাগানে এই ধর্ষনের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ধর্ষিতা তরুনীর মা লাকী বেগম (৪৬)
এর ঝের ধরে মেয়ের মা লাকী বেগম(৪৬)
আবুল কালামের ছেলে মামুন (৩২)
আবু জাকেরের ছেলে আলী (৩১)
রহিম বাদশার ছেলে রিপন প্রকাশ রিপা (২৫)
এদের নামে সুধারাম থানায় একটি মামলা ধায়ের করে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! এবং খুব শীঘ্রই অপরাধীদেরকে আইনের আওতায় আনার আহব্বান জানাচ্ছি।
প্রসাশন এর দৃষ্টি আকর্ষণ করতেছি এই বিষয়টি দ্রুত সমাধান এর জন্য।।