October 2, 2023, 4:28 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

হিলিতে ছাত্রকে বলাৎকার ঘটনা ঘটেছে

দিনাজপুরে হাকিমপুর(হিলিতে একটি মসজিদের মুয়াজ্জিন কতৃক আরবি পড়ুয়া আট বছরের এক শিশু ছাত্রকে ধর্ষণের (বলাৎকার) ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর মুয়াজ্জিনকে বাড়ি পাঠিয়ে দিয়েছে মসজিদ কতৃপক্ষ।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বাদ যহোর, হিলি বাজারের একটি জামে মসজিদের দোতলায় ঘটনাটি ঘটে। ওই মুয়াজ্জিন হিলির ছাতনি গ্রামের আবু তাহেরের ছেলে মো ইব্রাহিম হোসেন (২৫)।
ওই ছাত্র ও তার মা বলেন, আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ শেষে ওই মুয়াজ্জিনের কাছেই আরবি পড়তো। এর আগেও সে আমার ছেলেকে মসজিদের দোতলায় একটি ঘরে নিয়ে তার সঙ্গে খারাপ কাজ করেছিল। তখন বাড়িতে এসে আমার ছেলে আমাকে ঘটনাটি জানায়। সে জানায় আমি আর মসজিদে আরবি পড়তে যাবো না। আমার সঙ্গে খারাপ কাজ করে।

তারপরও মুয়াজ্জিনকে ধরার জন্য অন্য একটি ছেলের সঙ্গে আজ আবার ছেলেকে আরবি পড়তে পাঠাই। আজও সে ওই দুই জনকে ঘরের মধ্যে আটকে রেখে আমার ছেলের সঙ্গে খারাপ কাজ করে। আমার ছেলে প্রস্রাবের নাম করে সেখান থেকে পালিয়ে এসে আমাকে ঘটনাটি জানায়। পরে আমরা মসজিদে গিয়ে এর প্রতিবাদ করি। এ সময় মসজিদ কমিটির লোকজন জানায়, আমরা বিচার করবো, আপনারা বাসায় যান। আমরা সে মোতাবেক ছেলেকে নিয়ে বাসায় চলে এসেছি। আমরা এই ঘটনার বিচার চাই। না হলে, আজ এই ছেলের সঙ্গে করেছে কাল অন্য ছেলের সঙ্গে করবে। আর কোনও বাচ্চার সঙ্গে যেন সে এই ধরনের খারাপ কাজ করতে না পারে সেজন্য তার বিচার চাই।
ওই মসজিদের খাদেম বলেন, ওই ঘটনা মীমাংসা হয়ে এসেছে। সেই মুয়াজ্জিনও তার বাড়িতে চলে গেছে। আপনারা কেন বাড়াবাড়ি করছেন?
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, এমন কোনও ঘটনার তথ্য আমাদের জানা নেই। কেউ আমাদের নিকট অভিযোগ দেয়নি। তারপরেও আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com