October 2, 2023, 3:58 am
হাকিমপুর প্রতিনিধি,মোঃ খাইরুল ইসলাম জুয়েল:
১ নং খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিট পুলিশং এর দায়িত্বে আছেন হাকিমপুর থানার এস আই সরদার আরমান।তিনি এই ইউনিয়নের প্রতিটি বাড়ির গ্রাম্য ডাক্তারের মতো সবার সাথে মিলে মিশে সাকলের সমস্যা সমাধান করছেন।
তারি ধারাবাহিকতাই গত ১৩ /১১/২০২০ ইং রোজ শুক্রবার পাঁচবিবি থেকে পালিয়ে আসা আদিবাসী ( সাওতাল) প্রেমিক প্রেমিকাকে আটক করে স্থানিয় জনগন পরে,আটককৃত প্রেমিক প্রেমিকাকে আটকের পর হাকিমপুর থানার ওসি মো ফেরদৌস ওয়াহিদ কে জানালে,ওসি সাহেব বিট পুলিশং খট্টা মাধবপাড়া ইউনিয়ন এর দায়িত্বে থাকা এস আই সরদার আরমান কে পাঠালে তিনি প্রেমিক প্রেমিকার মা বাবাকে ডেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের অবিভাবকের পরামর্শ ক্রমে প্রেমিক প্রেমিকার নিজ নিজ বাবা মার হাতে তুলে দেন।
এতো প্রেমিক প্রেমিকার অবিভাব এস আই সরদার আরমান ও হাকিমপুর থানার ওসি মো ফেরদৌস ওয়াহিদ কে ধন্যবাদ জানায়।
আর এভাবে একের পর এক সমস্যা সমাধান করে হাকিমপুর থানার এস আই সরদার আরমান বিট পুলিশং ১ নং খট্টা মাধবপাড়া ইউনিয়ন, সকলের কাছে জনপ্রিয় ও প্রশংসনীয় হচ্ছে।