September 25, 2023, 4:15 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
প্রতিনিয়তই গণসংযোগ করছেন মনোনয়ন প্রত্যাশী ”ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন “সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে, মিলেমিশে কাজ করবো একসাথে” শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা পুলিশ গোপালগঞ্জ এর নিরাপত্তাজনিত আলোচনা সভা’ নন্দীগ্রামে মুকুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৬ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাকিমপুরে দোকান মালিক কতৃক দোকান কর্মচারীকে জিম্মি করে ফাঁকা চেক ও ফাঁকা স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার অভিযোগ

ইয়াসির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের চকবিরভান গ্রামের ইফতেখারুল ইসলামের কাছ থেকে ৫১ লক্ষ টাকা পাওনা দাবী এবং অস্ত্রের মুখে জিম্মি করে ফাঁকা চেক বই ও ফাঁকা স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে বিরামপুর উপজেলার কাটলা বাজারে অবস্থিত মেসার্স রোজ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মৃত আশরাফ আলী মন্ডলের ছেলে মোঃ মিজানুর আলমের বিরুদ্ধে।
ভুক্তভোগী দোকান কর্মচারী মোঃ ইফতেখারুল ইসলাম জানান তিনি অভিযুক্ত মিজানুর আলমের ব্যবসা প্রতিষ্ঠানে ৭ বছর যাবত গ্যাস সিলিন্ডার ও ডিম বিক্রয়ের চাকুরী করে আসছিলেন।শারিরীক অসুস্থতাজনিত কারনে সম্প্রতি তিনি চাকুরী থেকে অব্যহতি চেয়ে আবেদন করলে অভিযুক্ত ব্যবসায়ী মিজানুর আলম আবেদন গ্রহন না করে গত ০৭/০৮/২০২৩ ইং তারিখে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের একটি কক্ষে আটকে রাখেন। এর পরদিন অভিযুক্ত মিজানুর আলমের ভাই মোস্তাফিজুর রহমানের ছেলে বুলবুল ও তার আরেক ভাই রঞ্জু ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মেরে ফেলার হুমকিসহ নগদ সাড়ে ৫১ লক্ষ টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। দোকান কর্মচারী ইফতেখারুল ইসলাম টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক তার স্ত্রীকে ফোন করে বিরামপুর ন্যাশনাল ব্যাংক শাখার একটি ও হাকিমপুর অগ্রণী ব্যাংক শাখার একটি সহ মোট দুটি ফাঁকা চেক দিতে বলে এবং ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক সাক্ষর নেয়, এবং মোবাইল ফোনে স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিডিও ধারণ করে। এবং এই ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এব্যাপারে গত ৩০/০৮/২০২৩ ইং তারিখে ভুক্তভোগী ইফতেখারুল ইসলাম দিনাজপুর বিজ্ঞ অাদালতে ব্যবসায়ী মিজানুর আলমকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের পূর্বক বিরামপুর ও হাকিমপুর থানায় চেক দুটির বিষয়ে পৃথক দুটি সাধারণ ডায়েরী করেন।
ভুক্তভোগী অারও জানান, মামলা ও সাধারণ ডায়েরী করার কারণে অভিযুক্ত ব্যাক্তিগণ ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছেন, এমতাবস্থায় তিনি পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এব্যপারে তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com