September 23, 2023, 12:35 am
ইয়াসির আরাফাত, স্টাফ রিপোর্টার দিনাজপুরঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের অধীনে বিশেষ প্রকল্পের আওতায় উপজেলার দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাড়ন্ত হাঁসের বাচ্চা ও একবস্তা করে হাঁসের বাচ্চার ফিড বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মাহবুবুর রহমান জানান হাকিমপুর উপজেলায় মোট এগার শত(১১০০) ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার রয়েছে। এর মধ্যে আজকে দুইশত দশটি (২১০) পরিবারের মাঝে বিশটি করে বাড়ন্ত হাঁসের বাচ্চা ও একবস্তা করে হাঁসের বাচ্চার ফিড বিতরণ করা হয়।
ইতিপূর্বেও উনচল্লিশ (৩৯) টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত একটি করে এঁড়ে বাছুর ও একবস্তা করে বাছুরের ফিড বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তীতে আরও দুইশত(২০০) ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত মুরগির বাচ্চা বিতরণ করা হবে, যেগুলো ডিম দিবে। এভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলো আর্থিকভাবে সাবলম্বী হবে।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ও প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলো নিজেদেরকে আর্থিকভাবে সাবলম্বী ও দেশের দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন এই প্রাণিসম্পদ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলো।