December 1, 2023, 11:33 pm
শেখ হুমায়ূন আহমেদ বিশেষ প্রতিনিধি:বাংলাদেশ ছাত্র জমিয়ত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৮ই অক্টোবর ২০ইং রোজ বৃহস্পতিবার বাদ আসর বানিয়াচং শহীদ মিনার চত্বরে, বানিয়াচং উপজেলা ছাত্র জমিয়তে সভাপতি মুহাম্মদ মোফাজ্জল হুসাইন এর সভাপতিত্বে, সাবেক সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক ও সাধারণ সম্পাদক হাফিজ শাহ আলমের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ মখলিসুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী , সাধারণ সম্পাদক মাওলানা শায়খ ইকবাল হুসাইন জেলা ছাত্র জমিয়ত সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান আহমদ উসমানী, জমিয়তে যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মজিবুর রহমান যক্বশোরী জেলা যুব জমিয়তে সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ, ঢাকা মহানগর জমিয়তের সহ-সভাপতি মুফতি সুহাইল আহমদ, সাবেক ছাত্রনেতা মাওলানা ফরিদ উদ্দীন মাওলানা মহিউদ্দিন মাওলানা তৈয়বুর রহমান। উপজেলা ছাত্র জমিয়তে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন অর্থ সম্পাদক মোঃ আমজাদ হুসাইন প্রচার সম্পাদক হাফেজ আব্দুল করিম
, সমাজ সেবা সম্পাদক ইসলাম উদ্দীন, ছাত্র জমিয়তের শতাধিক নেতাকর্মী, অনলাইন প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন। নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে ইসলামের বিধান মোতাবেক ও বিশ্বের অন্যান্য দেশের সংবিধান ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড, এ পেক্ষিতে ধর্ষনের সর্বোচ্চ আইন মৃত্যুদন্ড, সংবিধান করার জন্য, সরকারের নিকট জেলা ছাত্র জমিয়তের পক্ষ থেকে দাবি পেশ করা হয়।