December 1, 2023, 10:44 pm
নাজমুস সাকিব, হবিগঞ্জ:
ঐতিহ্যবাহী হবিগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ড থেকে মহিলা কাউন্সিলর প্রার্থী তাছলিমা আক্তার কে সমর্থন ও একক প্রার্থী ঘোষণা করেছে হবিগঞ্জ উমেদনগর পশ্চিম এলাকার হাজি হাটি,পাটনি হাটি,খাঁ হাটি,হিন্দু হাটি ও রুপনগর এলাকাবাসী ।আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে মহিলা কাউন্সিলর প্রার্থী তাছলিমা আক্তারের সমর্থনে মঙ্গলবার (১৭ নভেম্বর )আয়োজিত উঠোন বৈঠকে বার সর্দার সোনা মিয়া সর্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এলাকার প্রবীণ মুরুব্বীবৃন্দ ।উঠোন বৈঠকে পাঁচ গ্রামের মুরুব্বি ও যুবকদের উপস্থিতিতে আসন্ন পৌর নির্বাচনে মহিলা কাউন্সিলর পদে তাছলিমা আক্তার কে পূর্ণ সমর্থন ও একক প্রার্থী ঘোষণা করা হয়।