September 23, 2023, 1:52 am
মোঃ শফিউল ইসলাম (শফিক) দৈনিক সকলের বার্তাঃ নেএকোনা দুর্গাপুর প্রতিনিধি ঃ নেএকোনা দুর্গাপুরের কৃষ্ণেরচর বাজারে উওর পাশে ট্রাক ও অটোরিকশা দূর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন এ সময় এক পত চারি বলেন দুর্গাপুর থেকে ঝানজাইল বাজারপযর্ন্ত এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারেনা কারন দিন রাত এই রাস্তা দিয়ে ট্রাক লরী ডাম ট্রাক দিয়ে সম্বেশরীর বালু নিয়ে যায় বার বার উপজেলা প্রশাসন কে বলার পরেও কোনো কাজ হচ্ছে না তাই আমাদের দাবি মাননীয় প্রধান মন্ত্রী নিকট অতি তারা তারি এই দুর্ঘটনা থেকে দুর্গাপুর বাসিকে বাচান না হয় দুর্গাপুরের সকল মানুষ আন্দোলনে নামবে