December 1, 2023, 11:50 pm
রশিদুল ইসলাম(প্রতিনিধি)পাটগ্রাম লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিন অপর এক দুর্ঘটনায় ট্রাক্টর থেকে ছিটকে পড়ে এক যুবক নিহত ও এক যুবক আহত, হয়েছেন।
মঙ্গলবার, ২৭অক্টোবর বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের জুম্মার পাড় এলাকায় লালমনিরহাট- বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম গোলাম কিবরিয়া (৫৭)। তিনি পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের নজরুল ইসলামের (প্রাক্তন চেয়াররম্যান) ছেলে ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে , মঙ্গলবার বিকালে গোলাম কিবরিয়া মোটরসাইকেলে পাটগ্রাম থেকে বাউরা যাচ্ছিল। এ সময় জোংড়া ইউনিয়নের জুম্মার পাড় এলাকায়একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায় । এতে মোটরসাইকেল আরোহী গোলাম কিবরিয়া গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে মারা যায়।
এদিন অপর এক দুর্ঘটনায় ট্রাক্টর থেকে ছিটকে পড়ে এক যুবক নিহত ও এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায় পাটগ্রাম – দহগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।