September 25, 2023, 4:23 am
সাগর বৈরাগী।
তাং ২৬/০৬/২০২২
টুংগীপাড়া , গোপালগঞ্জ
*********************
একাত্তুরে রক্তক্ষয়ি
এক যুদ্ধের বিনিময়ে ।
জন্ম নিল বাংলা মা
বিজয় ছিনিয়ে ।
লাল সবুজের পতাকা তাই
উড়িছে কেঁপেকেঁপে ।
ষোলো কোটি বাঙালির
প্রাণের উচ্ছাস
উঠেছে আজ ফেঁপে ।
পদ্মানদীর উপরে আজ
স্বপ্নের পদ্মাসেতু ।
দাঁড়িয়ে আছে বীরদর্পে
করিয়ে মাথা উঁচু ।
ভয়ালপদ্মা করিয়ে জয়
আজ পদ্মাসেতু ভাসে ।
সারাদেশের বীর জনতা
তাই মেতেছে উল্লাসে ।
অবহেলিত দক্ষিণ বঙ্গ
ছিল অনুন্নয়ন বেশে ।
পদ্মাসেতুর বদৌলতে
আজ সুখের স্বপ্নে ভাসে ।
সোনার বাংলা গৌরবময়
আজ উন্নয়নের হেতু ।
অবাক চোখে তাকিয়ে বিশ্ব
দেখছে স্বপ্নের পদ্মাসেতু ।