October 2, 2023, 3:37 am
জাহিদ হাসান লালটু,
দৌলতপুর প্রতিনিধি:
সোনার স্বদেশ বাংলা হবে-
স্বপ্ন আশা নিশিদিন–
উন্নত এই সোনার দেশে
থাকবে মুজিব চিরদিন–
লাল সবুজের স্বাধীন দেশে
বীর বাঙালি শ্রেষ্ঠ জীব–
স্বদেশ ঋণী তোমার ত্যাগে—
সালাম জানাই শেখ মুজিব–
মন মিনারে স্বদেশ মায়া—-
জাতির সেবায় জন্ম প্রাণ–
স্বাধীনতার শ্রেষ্ঠ নায়ক
ইতিহাসে রবে নাম—–
রক্তে তোমার বিপ্লবী তেজ-
সংগ্রামী এক বীর মুজিব-
আমরা জাতি চিরঋণী–
সালাম জানাই শেখ মুজিব–
জাতির বুকে থাকবে ব্যথা-
নেইকো মুজিব কাঁদে প্রাণ–
বিশ্ব নেতার শ্রেষ্ঠ তুমি–
পরের ত্যাগে বলীয়ান–
আর নিবেনা জন্ম দেশে–
মুজিব নামের সুখ প্রদীপ–
আমরা জাতি স্বদেশ ঋণী–
সালাম জানাই শেখ মুজিব—