December 1, 2023, 1:54 pm
মো.নজরুল ইসলাম, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ”যেখানে যায়না কারো চোখ,
সেখানে পৌছায় স্বচ্ছতা গ্রুপ”
হবিগঞ্জের মাধবপুর উপজেলার অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন “স্বচ্ছতা গ্রুপের” পক্ষ থেকে
উপজেলার বুল্লা গ্রামের দরিদ্র মহিলা মোছাঃ আছিয়া খাতুন কে ঘর উপহার দেওয়া হয়।
আজ ১৬ই,অক্টোবর ২০২০, শুক্রবার স্বচ্ছতা গ্রুপের পক্ষ থেকে সেই অসহায় গৃহহীন মোছাঃআছিয়া খাতুনের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর করা হয়।
ঘর হস্তান্তর প্রোগ্রামটি স্বচ্ছতা সদস্য শেখ সামছুল হক এর সঞ্চালনায় ,স্বচ্ছতার সিনিয়র সদস্য জনাব আলী আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দি আহমেদ,
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলে মাধবপুর প্রোসক্লাবের সাঃসম্পাদক জনাব সাব্বির হাসান,
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর জনাব বশির আহাম্মদ,বু্ল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ সামছুউদ্দিন,
স্বচ্ছতার সম্মানিত সদস্য গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মো. নজরুল ইসলাম,
সম্মানিত সদস্য মোঃজিয়াউর রহমান সুজন,
সাদমান জহির,সাংবাদিক হামিদুর রহমান,মশিউর রহমান মামুন,জুবায়েদ আহম্মেদ স্বপন,
মোঃজাকারিয়া,
মো.জুবায়েদ মিয়া রুবেল,খাইরুল ইসলাম খান, মোঃমামুন মিয়া,নজরুল ইসলাম তুহিন,কাদির হোসেন জুয়েল, শামসুদ্দিন শামসু,মোঃসুজন, অর্জুন পাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।