October 2, 2023, 4:32 am
আবদুল মোতালেব:-নোয়াখালী প্রতিনিধি:-সেনবাগ উপজেলা নোয়াখালীর ঐতিয্যবাহী উপজেলা হওয়ার স্বুবাদে এ উপজেলার প্রাণ-কেন্দ্রকে পৌরসভা রূপান্তরিত করা হয়েছে।এ পৌরসভার মধ্যে সেনবাগ থানা, সেনবাগ উপজেলা পরিষদ,উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়,মাদ্রাসা,কলেজ,সরকারী হাসপাতাল,বে-সরকারী হাসপাতাল,ব্যাংক বীমা ও এনজিও অফিস অবস্তিত।অতিসয় দুঃখের বিষয় সেনবাগ বাজারের প্রবেশদ্বারে যেভাবে ময়লা-আবর্জনার স্তুুব দূরগদ্বে মানুষ বাজারে যাওয়া এবং স্কুল/কলেজগামী ছাএ-ছাএীরা অনেকে পৌর মেয়রের নিকট অভিযোগ করেও কোন প্রকার সুফল হয়নি।সেনবাগের অনেক প্রভাবশালী নেতা ও উর্দ্দতন কর্মকর্তারা দেখেও না দেখার ভ্যান ধরে চলে।সাধারণ মানুষ যেন প্রভাবশালী মহলের কাছে জিম্মী।