December 1, 2023, 11:05 pm
আবদুল মোতালেব,, নোয়াখলী সেনবাগ থেকে:-সেনবাগ পূর্ব বাজার খালের উপর র্নিমীত এই ব্রিজ দিয়ে চলাচল করে পূর্বাঞ্চলের ফেনী,দাঁগনভূজ্ঞা,কোরাইশমুন্সী,ও সেবারহাটগামী C,N,G – অটোরিক্সসা,মাইক্রোবাস,পিক-আপ,ট্রাকসহ প্রায় সকল যানবহন। (মীরগজ্ঞ)বর্তমান সেনবাগ বাজারে বিন্নাগুনী,জামালপুর,কাদরা,আষ্টডরুন,প্রতাবপুর,শোয়াসপুর,চাঁনপুর,নজরপুরসহ পূর্বাঞ্চলের সকল মানুষ এ ব্রিজ দিয়ে চলাচল করতে হয়। সেনবাগ বাজারে থানা,সরকারী-বেসরকারী হাসপাতাল,পৌরসভা,ভূমি অফিস,কৃষি অফিস,স্কুল, ,কলেজ,মাদ্রাসা থাকার কারনে জন সাধারণ জীবনের ঝুকি নিয়েও ব্রিজের উপর দিয়ে আসা-যাওয়া করছে।১৯৯৫-৯৬ অর্থ বৎসরে র্নিমীত এ ব্রিজের উপর লোহার প্লেটভার দিয়ে কোন রকম মানুষ ও ছোট গাড়ীগুলো যাতায়েত করছে,যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।