September 25, 2023, 3:00 am
এমডি সাজ্জাদ তালুকদার
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ:
ছাতকে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হলরুমে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান,উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী কর্মকর্তা তৌফিক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির, বীর মুক্তিযোদ্ধা সাবেক মেম্বার আলকাছ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১৯০ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের হাতে-হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেয়া হয়। সিলেট বিভাগে এই প্রথম ছাতক উপজেলায় মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড দেয়া হয়েছে। অনুষ্টানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।##