September 25, 2023, 2:23 am
উপজেলা প্রতিনিধি মোঃঝুটন মিয়া কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হাওড় উপজেলার ইটনা অষ্টগ্রাম মিটামইনের অল অয়েদার সড়কের কোন সম্পর্ক নেই সিলেটের বন্যার।গত ২০২২সালের বন্যার কারন দোষারোপ করেছে কিছু ভুয়া নামদারী সিলেটের নেতারা।তারা ভুয়া এ জন্যই প্রমানিত হয়েছে। যে ২০/০৬/২০২৩ তারিখে সিলেটের প্রধান প্রধান সড়ক ভারী বৃষ্টিপাতে তলিয়ে যায়। আর বর্তমানে হাওরের অল অয়েদার সড়কে পানির কোন আভাস নেই। এই অপপ্রচার বন্ধের দাবীতে তীব্র নিন্দা প্রকাশ করেন অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জেমস। আরও বলেন যে এই ইটনা অষ্টগ্রাম মিটামইনের অল অয়েদার সড়ক বাংলাদেশ স্মার্ট বিনির্মাণের একটি অংশ। এ জন্য ই আমার উপজেলাবাসী কে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করি।