September 23, 2023, 12:57 am
মোঃ আবু হানজালা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
রাজিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি (সিলেটের) নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্রিকেট কোচ মোঃ পান্না মিয়া। রাজিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি সিলেটের সহকারী কোচার হিসেবে দায়িত্ব পালন করবেন।
একাডেমির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ক্রিকেট কোচ সারোয়ার ইমরান ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিকেট কোচ মোঃ পান্না মিয়া।ক্রিকেট কোচ মোঃ পান্না মিয়া জানান, আগামী ৩০/০৯/২০২০ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন এবং ০১/১০/২০২০ইং তারিখ থেকে তিনি কোচের দায়িত্ব পালন করবেন।
ক্রিকেট কোচ মোঃ পান্না মিয়া বলেন, আমার বয়স ৪২ বছর।আমি সর্বদাই চেষ্টা করি নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়েযেতে এবং বাংলাদেশের ক্রিকেটারদের ক্রিয়া অঙ্গনে শক্তিশালী করে গড়ে তোলা।
তিনি আরও বলেন, ক্রিকেট অঙ্গন থেকে ক্রিকেটাররা ঝরে পড়ার কারন মাদকজাতীয় নেশাই লিপ্ত হওয়ার কারনে। তাই দেশের প্রতিটি ক্রিকেটারের প্রতি আহবান মাদকদ্রব্য সেবন পরিহার করুন, ক্রিকেট অঙ্গনকে ভালোবাসুন।