October 2, 2023, 5:21 am
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ সিরাজদিখানে জয় বাংলা শ্লোগান দিয়ে রাস্তার সংস্কার ও পাকা করণের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার দোসরপাড়া ও নতুন ভাসানচর এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এসময় নতুন ভাসানচর ব্রিজ থেকে দোসারপাড়ার লালন শাহ বটতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পূর্ণ্যনির্মান ও পাকাকরণের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সিরাজদিখান বালুরচর বাজার সড়ক সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত আধাঘন্টা অবরোধ করে রাখা হয়। পওে উধ্বতণ র্কমকতাদেও সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে সিরাজদিখান থানা পুলিশের এ এস আই দিলিপ কুমার অবরোধ কারীদের সড়ক থেকে নামিয়ে দেয়। অরোধের কারনে র্দীঘ সময় ব্যস্ততম সড়কটি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরে হাজারো মানুষ। এসময় সড়কটিতে দীর্ঘযানজটের সৃষ্টি হয়। স্থানীয় যুবলীগ নেতা কামাল মাদবরের নেতৃত্বে এসব কর্মসূচিতে ৩ শতাধিক স্থানীয় বাসিন্দ অংশ গ্রহন করেন।
এসব কর্মসূচিপালন কারীরা জানান, নতুন ভাসানচর ব্রিজ থেকে দোসরপাড়া লালনশাহ আশ্রাম বটতলা পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা সংস্কার ও পাকা করণের দাবী জানিয়ে আসছে দীর্ঘ কয়েক বছর যাবত। কিন্তু রাস্তাটির উন্নয়নে সরকারের কোন প্রকার উদ্যোগ লক্ষা করা যাচ্ছেনা। তাই বাদ্ধ হয়ে এসব কর্মসূচি পালন করতে হয়েছে। অনতিবিলম্ভে রাস্তাটি সংস্কার না হলে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে বলেও তারা জানান।