December 1, 2023, 1:22 pm
সৈয়দ আলম( টেকনাফ) প্রতিনিধি:
ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ হয়েছে। রাজশাহী, জামালপুর, নেত্রকোনা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন শত শত মুসল্লি।
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের অবমাননা ও ইসলামবিদ্বেষী আচরণে প্রতিবাদের ঢেউ উঠেছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও রাজপথে বিক্ষোভ হচ্ছে গেল কয়েকদিন ধরেই।
আজ বৃহস্পতিবার (২৯অক্টোবর) বেলা বিকেল ২টার দিকে টেকনাফ ষ্টেশন,ঝর্ণাচত্তরের পয়েন্টে মেইন রাস্তায় নেমে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে মুসল্লিদের এক হওয়ার আহ্বান জানানো হয়।সাথে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান করেন মুসল্লিরা।