October 2, 2023, 4:18 am
আসিফ মোড়ল, জেলা প্রতিনিধি সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মানসিক ভারসাম্যহীন কিশোরী মা হয়েছেন বাবা হয়নি কেউ। কিশোরীটি একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছেন। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে মিলছে না বাবার সন্ধান।পুলিশ খুঁজছে এই সদ্যজাত সন্তানের বাবা কে?
মানসিক ভারসাম্যহীন কিশোরীর নাম মাধবী আক্তার (১৪) তার তথ্যমতে তাদের বাড়ি শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে। বাবার নাম শ্যামপদ। এছাড়া আরো এক পাগলী কিশোরী হাসপাতালে সন্তান জন্মদানের অপেক্ষায় রয়েছে। তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
স্থানীয়দের ভাষ্যমতে,সন্তান জন্ম দেওয়া কিশোরী কালিগন্জের মাছ বাজার ও বাস টার্মিনাল এলাকায় ঘোরাফেরা করতো। কালিগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান জানান, কালিগন্জ বাস টার্মিনাল এলাকায় রাস্তার পাশে প্রসব বেদনায় ছটফট করছিলো ওই কিশোরী।ঘটনাটি দেখে গত ১৭ আগষ্ট স্থানীয় একজন তাকে হাসপাতালে ভর্তি করে দেয়।
ভর্তির পর ওই দিনই পাগলিটা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। ফুটফুটে সন্তানটিকে ওই পাগলী মহারাণী বলে ডাকছে। মূলত ওই কিশোরী মানসিক ভারসাম্যহীন রোগী