September 25, 2023, 3:33 am
মোঃ আক্তার হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকায় অবসর সময়কে কাজে লাগিয়ে প্লেন বানিয়ে এলাকাবাসীকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে বোরহান মোড়ল নামে এক এসএসসি পরীক্ষার্থী।
সে তালা উপজেলার আলাদিপুর গ্রামের আতিয়ার মোড়লের ছেলে।
চলতি বছর তালা বি. দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ইউটিউবে ভিডিও দেখে একটি সময় প্লেন বানাতে আগ্রহী হয়ে ওঠেন তরুণ বোরহান। একাধিক বার চেষ্টায় ব্যর্থ হয়েও থেমে থাকেনি তরুণ বোরহান, ১১ বার চেষ্টার পর প্লেনটি আকাশে উড়াতে সক্ষম হয় সে। এখন তার তৈরি প্লেনটি দেখতে ভিড় জমাচ্ছে তালা উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ। প্লেন তৈরির অভিজ্ঞতা জানতে চাইলে বোরহান মোড়ল জানায়, ‘করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকায় অবসর সময় ইউটিউব দেখতাম।
হঠাৎ একদিন ইউটিউব ভিডিওতে দেখতে পাই প্লেন তৈরি করছে এমন একটি ভিডিও।
তার পর থেকে আমার মাথায় সবসময় একটা বিষয় কাজ করতো আমি ও প্লেন বানবো।
অনেক বার চেষ্টায় ব্যর্থ হয়ে ১১ তম বারে আমি প্লেন বানানো সফল অর্জন করি ।
আমার চেষ্টায় আজ আমি সফল হয়েছি।