December 1, 2023, 1:02 pm
(আসিফ মোড়ল, জেলা প্রতিনিধি সাতক্ষীরা):অদ্য ইং -০৯-১০-২০২০ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন কোদন্ডা গ্ৰামের কেবিএ প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আসামি মোহাম্মাদ মঈনুর ইসলাম গাজী তার স্কুল ছাত্রীর বাড়িতে যেয়ে তাকে কুপ্রস্তাব সহ যৌন হয়রানি করে। পরবর্তীতে স্কুল ছাত্রী বাদি হয়ে আশাশুনি থানায় এজাহার দায়ের করলে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায়,সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব মোঃ শেখ ইয়াসিন আলী স্যারের তত্বাবধানে এবং আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব গোলাম কবিরের এর নেতৃত্বে এস আই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স এ এস আই (নিঃ) মোঃ মিলন হোসেন, এ এস আই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও ফোর্সের সকলের সহযোগিতায় আসামি কোদন্ডা কেবিএ প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ মঈনুর ইসলাম গাজী(৪০) পিং-মৃত বাবর আলী গাজী, সাং কোদন্ডা(কারিকর পাড়া) থানা- আশাশুনি, জেলা – সাতক্ষীরা গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্ত থানায় নারী ও শিশু আইনের ১০(১০)২০২০ মামলাটি রাজু করা হয়েছে বলে জানান আশাশুনি থানা পুলিশ