December 1, 2023, 12:43 pm
বিপুল রায়হান ভৈরব প্রতিনিধি:
সাংবাদিক নিযা’তনের বিরুদ্ধে জেলা উপজেলাই সামাজিক আন্দোলন গড়ে তুলুন বিএমএসএফ,৭নভেম্বর ২০২০ ইং রোজ শনিবার ঢাকা কেন্দীয়কমিটির কাযা’লয়ে বাংলাদেশ সাংবাদিক মফস্বল ফোরাম বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা আহম্মেদ আবুজাফর সাংবাদিক নিযা’তনের বিরুদ্ধে জেলা উপজেলাই সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন। শনিবার দপুরে কিশোরগঞ্জ জেলা ভৈরব উপজেলা শাখার কমিটির নেতৃ বৃন্দের সাথে বৈঠক কালে এই কথা বলেন যে। তিনি বলেন সাংবাদিক নিযা’তন মিথ্যা মামলা হামলা হয়রানি আগের তুলনায় অনেকাংশে বেড়ে গেছে।সাংবাদিক দারাও সাংবাদিক নিযা’তনের শিকার হচ্ছেন।দলিয় ক্যাডার থেকে এলাকার ছিচকে মাস্তানরাও, এমনকি সরকারের দপ্তরে কম’কতা’ কম’চারিরাও গায়ে হাত তুলে অপদস্থ করে চলছে। সম্প্রতি বরিশাল বিএডিসি কাযা’লয়ে দৃরণীতির খবর সংগ্রহে গিয়ে তিন সাংবাদিক কে আটকিয়ে মারধর পরবর্তী খান আব্বাস সহ পাচঁজন নিরাপরাধ সাংবাদিক দের বিরুদ্ধেমামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।গত কমাস আগে মাদারীপুরে নারি সাংবাদিক সাবরীন জেরিন দম্পতির ওপর এলজিডির কম’চারি কতৃ’ক হামলা এবং মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। পরে পাল্টা পাল্টী মামলায় হেরে যাবার আশংকায় স্হানীয় এম পি শাহজাহান খানের হস্ত খেপে সাংবাদিক দম্মপতির মামলা থেকে রেহাই পেতে চলছেন। চট্রগ্রামের তরুণ ও সাহসী সাংবাদিক গোলাম সরওয়ার ভৃমি দস্যু জুয়া খেলার বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারনে চারদিন অপহৃত ছিলেন।উদ্দারের এক সপ্তাহ অতিবাহিত হলেও অপহরণকারী দের চিহ্নিত কিংবা উদ্দারে আইন সৃখ্লা বাহিনীর কোন তংপরতা চোখে পড়ছেনা।সাংবাদিক নিযা’তন ঘটনা আজ সামাজিক ব্যাধি তে রুপ নিয়েছে। সাংবাদিক দের ওপর এই রুপ নিযা’তন ঠেকাতে জেলা উপজেলাই সকল সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সামাজিক আন্দোলন গঠনের আহবান জানানো হয়। এসময় ভৈরব প্রস্তাবিত শাখার সভাপতি মোঃছবির উদ্দিন (রাজু) ও সাধারন সম্মাদক মোঃ বিপুুল (রায়হান) ও অথ’ সম্পাদক একে বাতেন।তাছাড়া কেন্দীয়কমিটির সাংগঠনিক সম্মাদক আবুবকর তালুকদার প্রমুখ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৩১ সদস্য বিশিষ্ট ভৈরব উপজেলা শাখার কমিটি কেন্দীয়কমিটির পক্ষ থেকে গ্রহন করা হল।