September 23, 2023, 12:46 am
জাহিদ হাসান লালটু। দৌলতপুর প্রতিনিধি:
সাংবাদিক মানে,
সত্য কথা লিখতে গিয়ে
দিন দিন, প্রসাশন সহ সকল শ্রেনীর হাতে মার খাওয়া।
দৃষ্টি আকর্ষণ করছি….
প্রতিনিয়ত সাংবাদিকদের উপর হামলা এটা দুঃখ জনক ঘটনা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্থানীয় সাংবাদিক কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে ছবিটি ভিডিও থেকে নেওয়া
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে স্থানীয় সাংবাদিক কামাল হোসেন নির্যাতনের শিকার হয়েছেন। মারধর করে তাঁকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এতে তাঁর মুখ, মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও জখম হয়েছে। আজ সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদের ঘাগটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দৈনিক সংবাদের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি লতিফুর রহমান বলেন, কামাল হোসেন দৈনিক সংবাদের পাশাপাশি আরও কয়েকটি আঞ্চলিক সংবাদমাধ্যমে কাজ করেন। খোঁজ নিয়ে দেখছেন কেন ঘটনাটি ঘটেছে।
পুলিশ, পরিবার ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, যাদুকাটা নদের তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের তথ্য সংগ্রহ ও ছবি নিতে সোমবার দুপুরে ওই এলাকায় যান কামাল হোসেন। সেখানে কয়েকজন তাঁকে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হন। ওই ব্যক্তিরা পরে তাঁকে ধরে নিয়ে যান পাশের চকবাজারে। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে স্থানীয় আরেক সাংবাদিক ও কামাল হোসেনের পরিবারের লোকজন এলাকার বাদাঘাট ফাঁড়ি থেকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আসামীদের দ্রুত ধরার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মানব কন্যা দেশ রত্ম দেশ শেখ হাসিনার কাছে সাংবাদিক ভাইদের আবেদন,
তিনি যেন একটু সাংবাদিকদের প্রতি সহানুভূতিদেন।
কারণ,
সাংবাদিক লাশ হয়ে পড়ে থাকলে কে দেখবেন তার পরিবারকে?
চিকিৎসার ব্যবস্থা খরচ যোগাবেনকে?