September 25, 2023, 2:11 am
রিপোর্টার নোমান,খুলনা,দৈনিক সকলের বার্তা:
ফুলতলা বাজারের অবস্থা। রাত ৮ টা বাজার বন্ধ।এভাবে চললে তো ব্যবসায়ী রা বেশি দিন টিকবে না।এক মানুষের চলতে কষ্ট হবে।বেচা কেনার সময় তো রাত ৮ টার পর থেকে।তখনি যদি সব দোকান পাঠ বন্ধ থাকে তাহলে মানুষ চলবে ক্যামন করে।মানুষ দোকান খোলে কমপক্ষে সকাল ৯-১০ টার সময়।রাত ৮ টার সময় যদি বন্ধ করে দেয় তাহলে কি করে হবে।
একজন ব্যবসায়ীর দোকান ভাড়া, কারেন্ট বিল,কর্মচারীর বেতন,তার সাংসারিক খরচ।১০ ঘন্টা দোকান দারী করে তো চলবে না।
একজন সরকারি লোকের তো কোনো মাথা ব্যাথা নাই তারা তো মাস গেলে বেতন পাবে শুয়ে বসে।
এক একজন এক রুমে এসি চালিয়ে কারেন্ট খরচ করছে তাতে সরকারের মাথা ব্যাথা নাই।
শুধু মাথা ব্যাথা ব্যবসায়ী দের উপর।তারা যেনো কারেন্ট খরচ না করে।।কারেন্ট যখন বন্ধ করেছে সরকার তাহলে রাত ৮ -৯ পর সমস্ত কিছু বন্ধ থাকবে।।যত খোভ ব্যবসায়ীদের উপর।।
সরকারের কাছে আমার আকুল আবেদন সে যেনো সকাল ১০ থেকে রাত ১০ টা পর্যন্ত দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করে দেয়।।
সকল ব্যবসায়ী বৃন্দ