October 1, 2023, 3:55 pm
মোঃ মেহেদী হাসান কামরুল
স্টাফ রিপোর্টার
দীর্ঘ প্রতিক্ষার পর গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
সরকারি শামসুর রহমান কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে মো:হাবিবুর রহমান রাজু বেপারী ও সাধারণ সম্পাদক হিসেবে মাসুম বিল্লাহ মনোনীত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কমিটি অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি মহসিন মাদবর ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান।
জেলা ছাত্রলীগের সভাপতি মহসিন মাদবর নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের ক্ষেত্রে বিভিন্ন বিচার-বিশ্লেষণ করা হয়েছে। আশাকরি গোসাইরহাটের মাটিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী ও বেগবান করতে আগামী দিনে সাংগঠনিক গতিশীলতা আনতে নতুন কমিটি কাজ করে যাবে।
নবনির্বাচিত সভাপতি রাজু বেপারী বলেন,ছাত্রলীগের এ নতুন কমিটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাবো। শরীয়তপুর জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞ।