September 25, 2023, 3:01 am
মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা জেলা প্রতিনিধি:
এনভয় গ্রুপের চেয়ারম্যান ও সালাম মূর্শেদী সেবা সংঘের প্রতিষ্ঠাতা মিসেস সারমিন সালাম বলেন, রাজনৈতিক, অর্থনীতি, প্রশাসন, খেলাধুলা সব জায়গাতে নারীরা এগিয়ে যাচ্ছে।
নারীর ক্ষমতায়ন বাড়ছে। বাংলাদেশের অর্থনীতির মূলধারার কর্মক্ষেত্রগুলোতে নারীর অবদান বেড়েই চলেছে।
স্যামস ইভেন্ট এর আয়োজনে ধানমন্ডির একটি কনভেনশন হলে গত বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ধামাকা ডিসকাউন্ট শপিং ফেস্টিভ্যাল ২০২২ এর উদ্দোক্তা মেলার উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেলার প্রধান অতিথি হিসেবে মিসেস সারমিন সালাম বলেন, উদ্যোক্তারা সতসফূর্ত ভাবে নিজেদের দেশি পন্য যেভাবে তুলে ধরছেন সকলের কাছে তা সত্যি প্রশংসনীয় এতে করে আামাদের দেশীয় পন্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি পাবে এবং পাশাপাশি একসময় দেশের মান বিশ্ব বাজারে সমাদৃত হবে।
তিনি বলেন, নারী সমাজ আগে অনেক অবহেলিত ছিল। কাজ করার জন্য অনুমতি মিলত না, অনুমতি মিললেও কাজ করার পূর্ণ স্বাধীনতা পেতেন না। কিন্তু বর্তমান সরকারের আমলে এখন নারীবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে, কাজ করার স্বাধীনতাও পাওয়া গেছে।
সারমিন সালাম বলেন, নারীর শক্তিকে পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্যে ‘আমরা নারী, আমরাই পারি’-এই শ্লোগানকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং নারীদের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।