October 2, 2023, 4:13 am
মোঃ রাজিব হোসেন(স্টাফ রিপোর্টার টাঙ্গাইল):
টাঙ্গাইলের সখীপুরে বাল্য বিয়ের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভয়ে বর ও কনে গৃহবন্দীর খবর পাওয়া গেছে। উপজেলার কীর্ত্তণ খোলা গ্রামের প্রবাসী হযরত আলীর ছেলে হাসান মিয়া গত শনিবার উপজেলার ঘেচুয়া গ্রামে এক স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে করেন। এ ঘটনা ছড়িয়ে পড়ার ভয়ে বাড়ির গেটে দিনরাত তালা দিয়ে রাখেন বাল্য বিয়ের অভিযুক্ত হাসানের পরিবার।
স্থানীয়রা জানান , গত কয়েকদিন ধরে ওই বাড়ির কোন লোকজনকে বাহিরে দেখা যায় না। আমরা প্রতিবেশী হলেও ওই বাড়িতে গেলে গেটের ভিতর থেকে কথা বলে। তালা খুলে না। কারণ জানতে চাইলে তারা অসৌজন্যমূলক আচরণ করে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই বরের বাড়িতে গিয়ে গেটে তালা দেখা যায় । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, বাড়ির ভেতর লোক আছে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নিরব হয়ে গেছে। ঘন্টাখানেক অপেক্ষা করে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির ভিতরের প্রবেশ করলেও বাল্য বিয়ের বিয়য়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি ওই পরিবার।
স্থানীয় ইউপি সদস্য ময়না মিয়া বলেন, ছেলেটি মাদকসেবী । কিছুদিন পূর্বে ইয়াবা সেবন ও বিক্রির দায়ে পুলিশ গ্রেফতার করেছিল। ওই পরিবারের সঙ্গে স্থানীয় প্রতিবেশীদের সাথে সর্ম্পক ভালো নয়। এ বিষয়ে আর কোন তথ্য আমার জানা নেই।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী বলেন, বাল্যবিয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল কাহার্তা পৌরসভার ২নং ওয়ার্ডে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছি। এ ব্যবস্থা চলমান থাকবে।