October 2, 2023, 4:17 am
(আসিফ মোড়ল, জেলা প্রতিনিধি সাতক্ষীরা):
‘অণির্বাণ ফাউন্ডেশন সাতক্ষীরা’ সামাজিক উন্নয়ন ও রক্তদান কেন্দ্রীক একটা অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। এই অণির্বাণ ফাউন্ডেশন সাতক্ষীরা এর সাবেক সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক মুহাম্মাদ ফিরোজ শাহ (২৬) কে সংগঠনিক রুলস ভঙ্গ করায় ও তিনি অর্থ সম্পাদক থাকাকালীন বিগত দুই মাসের হিসাব না দেওয়ায় এবং সংগঠনকে দুই মিনিটে ধংস করে দেওয়ার হুমকি প্রদান করার কারণে অণির্বাণ ফাউন্ডেশন সাতক্ষীরা থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়নের আখড়াখোলা বাজারস্থ এলাকায়। সংগঠনের চেয়ারম্যান ডঃ জিয়াউর রহমান এটা নিশ্চিত করেছেন। এছাড়া অণির্বাণ ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে সে যদি কারো থেকে সাহায্য নিতে চায় এবং নিয়ে থাকে তাহলে উপযুক্ত প্রমাণসহ সংগঠনের পরিচালকদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।