October 2, 2023, 4:39 am
শ্যামনগর প্রতিনিধি (ইয়াছিন আলী): সিডিও ইয়ুথ টিম সিডিও নারী উন্নয়ন কেন্দ্র এবং শ্যামনাগরের সচেতন নাগরিক বৃন্দ ধর্ষন বিরোধী মানববন্ধন আয়োজন করেন এই সময় সবাই হাতে বিভিন্ন ধরনের ধর্ষন বিরোধী বাক্য লেখা ব্যানার পেষ্টুন নিয়ে অংশগ্রহণ করেন অংশগ্রহণ কারী সবাই মাননিও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করেন ধর্ষকের মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করার জন্য সেই সাথে সকল ধর্ষকের সঠিক বিচার করার অনুরোধ জানান যারা ধর্ষকের পক্ষ নেবে তাদের ও বিচার করার অনুরোধ রাখেন ধর্ষকের পক্ষে বাংলাদেশ কোনো আইন জীবিকে না লড়ার আহ্বান জানান বক্তারা ধর্ষকের কোনো দল জাতী ধর্ম নেই তার একটাই পরিচয় সে ধর্ষক নারীরা করতে পারে বিশ্ব জয় যদি না থাকে তাদের ধর্ষনের ভয়