October 2, 2023, 5:46 am
মো: হোসেন আলী
স্টাফ রিপোর্টার : চুনারুঘাটের (হবিগন্জ ) প্রতিনিধি
হবিগন্জের চুনারুঘাট উপজেলায় বেরিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) তার নিজের নামে একটি ফুটবল একাডেমি ঘরে তুলেন ।চুনারুঘাটের চন্ডিচড়া চা বাগানে তিনি খেলোয়ারদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ করেন এবং তিনি প্রতি শ্রুক্রবার ও শনিবার দেশের বিভিন্ন জেলার সাথে ম্যাচ খেলছেন ।
বেরিস্টার সায়েদুল সুমন জানান দেশের ঝিমিয়ে পড়া ফুটবলারদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে ।তিনি আর ও বলেন তিনি একাডেমি খোলার পর আর ও অনেকে ফুটবল একাডেমি খোলতে উৎসাহ পেয়েছেন ।বেরিস্টার সুমন দেশের বিত্তবানদের ফুটবলের প্রতি আহ্বান জানিয়েছেন।