September 23, 2023, 2:09 am
মোঃলিয়াকত হোসাইন,
রিপোর্টার, গাজীপুর:
১৯৫২ সালে ফেব্রুয়ারি মাসে মায়ের মুখের ভাষার জন্য প্রান দিয়েছিলো ছালাম,বরকত,রফিক,জব্বার সহ নাম না জানা আরোও অনেকে। তাঁদের স্মরণে গাজীপুরের, শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রীপুরে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে কলম বিতরণ করে “কলম উৎসব” পালন করা হয়।
০১ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের উদ্দোগে আনছার রোডে অবস্থিত আবেদ আলী গালর্স স্কুল এন্ড কলেজে পাঁচশতাধিক ছাত্রী শিক্ষক ও অভিভাবকসহ সর্বস্তরের ব্যক্তিগর্বের উপস্থিতিতে এ উৎসব পালন করা হয়।
এসময় প্রত্যেককে একটি করে কলম উপহার ও ২০০ বেলুনের মাধ্যমে একটি তিন ফিট আয়তনের প্রতিকী কলম আকাশে অবমুক্ত করা হয়।
উৎসবে অন্যান্যের মাঝে উপস্তিত ছিল, আবেদ আলী গালর্স স্কুল এন্ড কলেজের মেনেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, শ্রীপুর থানার প্রতিনিধি, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পুস্পদাম রির্সোটের মেনেজিং ডিরেক্টর সাদ্দাম হোসেন অনন্তের সহধরমিনী ফারজানা আক্তার।