September 25, 2023, 2:15 am
মাসুদ রানা:
শৈশব রোমন্থন বা স্মৃতিকথন আমাদের তাড়িত করে আবেগ। ভাবাবেগে অনুভূতির মণিকোঠায় লুকিয়ে থাকা অব্যাহত অব্যক্ত কষ্টরা ছটফটায় বেড়িবাঁধ ভেঙে বেরিয়ে আসার তৃষ্ণায়। প্রকাশ করার সমৃদ্ধ শব্দভাণ্ডার ও বাচনভঙ্গির মুন্সীয়ানা জানা থাকলে পথ বাতলে দেওয়ার প্রয়োজন হয়না। প্রত্যেকটা মানুষেরই একটা স্মৃতিময় প্রীতিময় শৈশব আছে। তা হোক শহরে কিংবা গ্রামীণ তার কাছে তার সৌন্দর্য সীমাহীন। তেমনি লেখক সাম্য শফিক এর শৈশব যাকে সাম্যের শৈশব বলি আমি, যা ছিল অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি। মানুষ আপন যাপনের প্রয়োজনে সাময়িক বদলে গেলেও শৈশব ভুলতে পারে না কখনও এবং তা যদি হয় গ্রামীণ বুকের ভেতর হাওয়া করে রাতদিন।
ব্যথাতুর এক বিমূর্ত অতীত প্রতিনিয়ত নাড়া দেয়
আবছা আলোকিত স্বপ্নময় স্মৃতির ঝুলন্ত করিডরে!
মেঘাবৃত আকাশ ভেত করা জ্যোৎস্নার মতো,
অহর্নিশ ব্যথার পাথার বাহিয়া ছুটে যায়!
স্মৃতিময় প্রীতিময় শৈশব কৈশোরের খোঁজে।
আপনার আমার ফিরেদেখা শৈশবচারণ উচ্চারণই –
লেখক গবেষক সাম্য শফিক এর উপন্যাস শৈশব। নিশ্চিত পাঠক প্রিয়তার প্রত্যাশা রাখলেও ভুল হবেনা। বাকিটা পড়ে দেখবেন।
অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ এ, আসছে শৈশবের স্মৃতিমধুর দিনগুলোর গল্প কথা নিয়ে, গল্পগ্রন্থ –
“শৈশব”
আমার এ ক্ষুদ্র প্রয়াস বই আকারে প্রকাশের ভাবনা আর পরিকল্পনায় আছেঃ – রাশেদ রেহমান।
তার ভাবনা-পরিকল্পনায়, রংতুলির আঁচড় লাগিয়েছেঃ
– মাজহারুল ইসলাম।
নজর রাখুন মেলা প্রাঙ্গণের “আলপনা” প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলে।
সংগ্রহঃ এম, মাসুদ রানা
কুরিয়ারে পেতে মোবাইল নং ০১৭১৮৬৫১৯৮০