September 23, 2023, 1:29 am
কনটেস্টটিতে প্রায় শতাধিক পারফরমার অংশ নিয়ে আমাদের দর্শক শ্রোতাদের সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন। এজন্য সকল প্রতিযোগীকে গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনারা জানেন কনটেস্টের শুরুতে আমরা কিছু নিয়মাবলী প্রকাশ করেছিলাম, যার ভিত্তিতে কনটেস্টটি অনুষ্ঠিত হয়েছে। অনেকে নিয়মাবলীর ভেতরে থেকেছেন, কেউ কেউ কিছুটা মেনেছেন। তবে সবার প্রতি আমাদের প্যানেলের চেষ্টা ছিল দিক নির্দেশনা দিয়ে ভুল গুলো শুধরে দেবার।
যাই হোক কনটেস্ট শেষ হয়েছে। এখন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীরা শিল্পীর কণ্ঠ, সুর, উচ্চারণ, নিয়ম সবকিছু বিবেচনায় নিয়ে নম্বর প্রদান করে সেরা ১০ জন শিল্পী নির্ধারণ করবেন। যার ভেতর থেকে সর্বোচ্চ নম্বরধারী তিন জন হবেন “স্টার অফ কালীগঞ্জ ২০২০” বিজয়ী।
প্রতিটি প্রতিযোগীর গান সুক্ষ প্রক্রিয়ায় বিচার শেষ করতে একটু সময় লাগবে তা বলার অপেক্ষা রাখে না। তবে, প্যানেল অতি দ্রুত ফলাফল প্রকাশের চেষ্টা করবে।
সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন!
কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ এর সাথেই থাকুন