October 2, 2023, 3:48 am
আব্দুস সাত্তার সোহান ,সুজানগর উপজেলা প্রতিনিধি:
পাবনা সুজানগর আমিনপুর থানা এলাকায় ভাটিকয়া চৌরাস্তা মোড়ে বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী স্মৃতি ব্যাডমিন্টন খেলা জাঁকজমক ভাবে শুরু হয়েছে। খেলাকে কেন্দ্র করে সারা দিন ব্যাপি ছিল নানা আয়োজন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ জাহেদী হাসান রুমী, রানীনগর ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডাঃ ইউসুব আলী শেখ, রানীনগর স্কল এন্ড কলেজের সাবেক শিক্ষক জনাব আসাদ আলী মাষ্টার, মোঃ জোনাব মাষ্টার, রানীনগর বিল গাজনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব ইউনুছ আলী শেখ, ২ নং ওয়াডের মেম্বর বিল্লাল খা,জনাব সজিব আহমেদ। অনুষ্ঠানকে কেন্দ্র করে আসাদ আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সম্পকে বলেন, তিনি আমাদের পরিবার,গ্রাম, জেলার তথা দেশের গরব। বিশিষ্ট সমাজ সেবক চেয়ারম্যান পদপ্রার্থি ইউসুব আলীর বক্তৃতা শেষে ডাঃ জাহেদী হাসান রুমী খেলা উদ্ভোধন করেন। খেলায় প্রধান আকষরন ১ ম পুরুস্কার ফ্রিজ, ২য় পুরুস্কার এল ই ডি টেলিভিশন, ৩য় পুরুস্কার মোবাইল সেট। খেলায় ১ম দিনে সুনাম ধন্য কাশিনাথপুর মা জেনারেল হাসপাতাল স্বতাধিকারি বনাম স্বপন মোটরস খেলায় আতসবাজির মাধ্যমে উদ্ভোধনী খেলায় আংশগ্রহন করেন। ১৬ টি টিমে নক আউট পদ্ধতিতে খেলার আয়োজন করা হয়। সার্বিকভাবে দায়িত্ব পালন করছেন রানা।