September 23, 2023, 1:56 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ প্রদান জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে ফুলবাড়ীবাসী পাইকগাছায় জন্ম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত জমজ তিন শিশু কন্যা : অর্থ সংকটে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ রংপুরে স্বপ্ন জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু টাকা দিয়ে দফারফা রংপুরে তৃপ্তি নামে এক নারীর রহস্যজনক মৃত্যু চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের ফুলের শুভেচ্ছা বিনিময় হরিপদ কাপালী বাংলাদেশ১৯৯৬ সালে ধানের নতুন যে তিনি উদ্বোধন করেন

শীঘ্রই শুরু হচ্ছে সপ্নের ভোলা-বরিশাল সেতুর নির্মাণ কাজ।

শীঘ্রই শুরু হচ্ছে সপ্নের ভোলা-বরিশাল সেতুর নির্মাণ কাজ।

চরফ্যাশন- মনপুরার সকল জনসাধারণের পক্ষে,মানোনিয় প্রধানমন্ত্রী শেখ হাছিনাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাপতি জ্যাকবের ধন্যবাদ জ্ঞাপন।

তছলিম আখন: চরফ্যাশন- ভোলা।।

বরিশাল-ভোলার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। শিগগিরই নির্মাণ হতে যাচ্ছে, বরিশাল-ভোলা সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর স্বপ্নের সেতু। ৪.৬৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে ব্যায় ধরা হয়েছে ১২ হাজার ৭১২ কোটি টাকা।

বুধবার (২৬ আগস্ট) অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

পরবর্তীতে প্রস্তাবটির আরও কিছু বিষয় স্পষ্ট করার পর আগামী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।

পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে বরিশাল-ভোলা সড়কে কালাবদর ও তেতুলিয়া নদীর ওপর ৪.৬৮ কিলোমিটার দীর্ঘ সেতু, ৪.৯০২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড সড়ক এবং ১২ কিলোমিটার তীর রক্ষামূলক কাজ জাপানি প্রতিষ্ঠান মেসার্স মিয়াগাওয়া কন্সট্রাকশন লিমিটেডের মাধ্যমে পিপিপি’র ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে অর্থমন্ত্রী জানান।

এটি প্রধানমন্ত্রীর একটি প্রতিশ্রুতি প্রকল্প। ভোলা জেলা এখনো একটি দ্বীপ জেলা হিসেবে পরিচিত। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভোলা জেলা মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে সড়কপথে ভোলা-বরিশাল যোগাযোগ ব্যবস্থার আরো উন্নত হবে। ভোলা থেকে অন্যত্র প্রাকৃতিক গ্যাস সঞ্চালনের জন্য পাইপ লাইন স্থাপন এ প্রকল্পে অন্তর্ভূক্ত আছে।
চরফ্যাশন মনপুরার বর্তমান এমপি, সাবেক উপমন্ত্রী আবদুল্লা আল ইসলাম জ্যাকব বলেন, ভোলা- বরিশালের এই ব্রীজের কাজ শুরু করে মনোনিয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা তাঁর প্রতিশ্রুতি রাখার আরো একটি নজিরবিহীন দৃষ্টান্ত রেখেছেন। ধন্যবাদ চরফ্যাশন- মনপুরার সকল জনোগনের পক্ষ হতে।মানোনিয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com