September 25, 2023, 3:54 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
প্রতিনিয়তই গণসংযোগ করছেন মনোনয়ন প্রত্যাশী ”ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন “সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে, মিলেমিশে কাজ করবো একসাথে” শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা পুলিশ গোপালগঞ্জ এর নিরাপত্তাজনিত আলোচনা সভা’ নন্দীগ্রামে মুকুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৬ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিশু আফরোজার পাশে দাঁড়ালো ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের মনমথপুর গ্রামের মোঃ বায়েজিদ এর ৩ মাসের শিশুর জন্য (৫,৫০০) পাঁচ হাজার পাঁচশত টাকার গুড়ো দুধ কিনে দিলো চৌগাছার অন্যতম অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বৃহস্পতিবার (১৭আগস্ট) বিকালে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিতপ্রাণ মানবতার ফেরীওয়ালা সদস্যগন উপস্থিত থেকে এই শিশু খাদ্য গুঁড়ো দুধ প্রদান করা হয়।

জানা গেছে বায়েজিদ-এর ৩ মাসের শিশু মায়ের বুকের দুধ না থাকায় দুধ কিনতে হয়। বায়েজিদ পেশায় একজন দিনমজুর। তার দৈনিক রোজগারের টাকায় কোনো রকম সংসার চলছিল, খুব কষ্টে জীবনযাপন করেন। তাই তার ৩ মাসের শিশুটি মায়ের দুধ থেকে বঞ্চিত হওয়াই, দুধ কিনে খাওয়াইতে হিমশিম খাচ্ছিলেন। এমতাবস্থায় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সাহায্যের আবেদন করলে সংগঠনটি এই মানবতার হাত বাড়িয়ে দেয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায়
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মদ, সহ-সভাপতি মোঃ কবির হোসেন সোহেল, মোঃ শাহিন কবির, মোঃ রাকিব হোসেন, মোঃ শাহরিয়ার নাফিজ, মোঃ রাসেল হোসেন, মোঃ কায়েম হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ তারেক রহমান, মোঃ রনি সহ-প্রমুখ।

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।
———–

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com