October 2, 2023, 5:23 am
নরসিংদী শিবপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) সকাল ১০টায় শিবপুর উপজেলা হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার জুয়েল, পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার এলিছ আহম্মেদ সানি,জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার, যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহম্মেদ সরকার ,আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান সরকার, সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছিহুল গনি স্বপন, মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন মৃধা দুলাল পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ চক্রধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনুজির আহম্মেদ খান বেনু,সহ জনপ্রতিনিধি ও উপজেলার সকল কর্মকর্তা প্রমুখ।