December 1, 2023, 10:06 pm
আজমল ভূইয়া: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে নরসিংদীর শিবপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী -৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল। উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আবদুল হাই মাষ্টার, আলমগীর হোসেন মৃধা আংগুর, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিষ্টার, শিবপুর প্রেসক্লাবের আহবায়ক আলম খান, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মফিজ উদ্দিন, অফিস সহকারী কাম কম্পিউটার হাসিনা বেগম, অফিস সহায়ক ফাতেমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৩ জন সফল সমবায়ীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যোশর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক আবদুল কাদির শামিম।