December 1, 2023, 1:55 pm
আজমল ভূইয়া: শিবপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোহসীন নাজিরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম রাখিল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুল রহমান ভুলু, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূঞা, সাধারণ সম্পাদক ফারুক খান, সাধারচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জাহিদুল হক দিপু ।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, জেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোমেন খান, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, উপজেলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহবায়ক রিফাত ভূইয়া প্রমুখ